Dube Dekh Dekhi Mon - Lalon - Gitmala

Breaking

ADS

Thursday, November 26, 2020

Dube Dekh Dekhi Mon - Lalon




 

আকাশ-পাতাল খুঁজিস যারে

এই দেহে সে রয়।

ডুবে দেখ দেখি মন কীরূপ লীলাময়।

আকাশ-পাতাল খুঁজিস যারে

এই দেহে সে রয়।

ডুবে দেখ দেখি মন কীরূপ লীলাময়।

 

লাম আলেফ লুকায় যেমন

মানুষে সাই আছে তেমন

লাম আলেফ লুকায় যেমন

মানুষে সাই আছে তেমন

তা নইলে কি সব নূরীতন

তা নইলে কি সব নূরীতন

আদম-তনে সেজদা জানায়।

ডুবে দেখ দেখি মন কীরূপ লীলাময়।

আহাতে আহাম্মদ হল

মানুষে সাই জন্ম নিল

লালন মহান ফ্যারে পলো

সিরাজ সাইর অন্ত না পাওয়া।

ডুবে দেখ দেখি মন কীরূপ লীলাময়।

No comments:

Post a Comment