কবিতা
তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা,
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
দেখবে আমাদের ভালবাসা,
হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল।
কবিতা,
তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা,
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
বেদনা সিক্ত অশান্ত এই মন
খুঁজে ফেরে মেটায় প্রয়োজন,
যতদূর জানে এ ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন।
দেখবে আমাদের ভালবাসা,
হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল।
কবিতা,
তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা,
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
নয়ন গভীরে আঙিনায়
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা,
কোথায় হারালে বল পাবো তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা।
দেখবে আমাদের ভালবাসা,
হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল।
কবিতা,
তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা,
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
দেখবে আমাদের ভালবাসা,
হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল..
Poetry
Don't be a dreamer
Poetry,
This nocturnal is the source of happiness for me.
See our love,
When it is done
Water of lotus leaves, water of lotus leaves.
Poetry,
Don't be a dreamer
Poetry,
This nocturnal is the source of happiness for me.
This mind is restless soaked in pain
Need to find out again
As far as I know this desperate heart
The cup of blue poison binds the mind.
See our love,
When it is done
Water of lotus leaves, water of lotus leaves.
Poetry,
Don't be a dreamer
Poetry,
This nocturnal is the source of happiness for me.
Eyes deep in the courtyard
The idol of the heart with a touch of tightness,
Where will I get the ball if you lose
Drunk in the spring I am one imperfection.
See our love,
When it is done
Water of lotus leaves, water of lotus leaves.
Poetry,
Don't be a dreamer
Poetry,
This nocturnal is the source of happiness for me.
See our love,
When it is done
Lotus leaf water, Lotus leaf water
No comments:
Post a Comment