আমি পেয়েছি এক ভাঙা তরী
আমি পেয়েছি এক ভাঙা তরী
জনম গেলো জনম গেলো সেচতে পানি
এই দেশে তে এ সুখ
হইলো আল্লাহ
আবার কোথায় আবার কোথায় যাই না জানি
এই দেশে তে এ সুখ
হইলো আল্লাহ
আবার কোথায় আবার কোথায় যাই না জানি
আর কি রে
এই পপির ভাগ্যে
দয়াল চাঁদের দয়া হবে
আর কি রে এই
পপির ভাগ্যে
দয়াল চাঁদের দয়া হবে
আমার দিন কি হালে যাবে
(২)
কহিয়ে পাপের তরণী
এই দেশে তে এ সুখ
হইলো আল্লাহ
আবার কোথায় আবার কোথায় যাই না জানি
আমি বা কর কে
বা আমার
প্রাপ্ত বস্তু ঠিক নেই আমার
আমি বা কর কে
বা আমার
প্রাপ্ত বস্তু ঠিক নেই আমার
ওই দিক মেঘে ঘোর অন্ধকার
উদয় হয়না উদয় হয়না তৃণমণি
এই দেশে তে এ সুখ
হইলো আল্লাহ
আবার কোথায় আবার কোথায় যাই না জানি
কার দোষ দেবো এই ভুবনে
হীন হয়েছি ভজন বীণে
কার দোষ দেবো এই ভুবনে
হীন হয়েছি ভজন বীণে
লালন বলে কত দিনে
পাবো সাই এর চরণ দুখানি
এই দেশে তে এ সুখ
হইলো আল্লাহ
আবার কোথায় আবার কোথায় যাই না জানি
আমি পেয়েছি এক ভাঙা তরী
আমি পেয়েছি এক ভাঙা তরী
পেয়েছি এক ভাঙা তরী
জনম গেলো জনম গেলো সেচতে পানি
এই দেশে তে এ সুখ
হইলো
আবার কোথায় আবার কোথায় যাই না জানি
এই দেশে তে এ সুখ
হইলো
আবার কোথায় আবার কোথায় আবার কোথায় যাই না জানি
No comments:
Post a Comment