Peyechi Ek Banga Tori - Lalon - Gitmala

Breaking

ADS

Saturday, November 28, 2020

Peyechi Ek Banga Tori - Lalon


 

আমি পেয়েছি এক ভাঙা তরী
আমি পেয়েছি এক ভাঙা তরী
জনম গেলো জনম গেলো সেচতে পানি
এই দেশে তে সুখ হইলো আল্লাহ
আবার কোথায় আবার কোথায় যাই না জানি
এই দেশে তে সুখ হইলো আল্লাহ
আবার কোথায় আবার কোথায় যাই না জানি

আর কি রে এই পপির ভাগ্যে
দয়াল চাঁদের দয়া হবে
আর কি রে এই পপির ভাগ্যে
দয়াল চাঁদের দয়া হবে
আমার দিন কি হালে যাবে ()
কহিয়ে পাপের তরণী
এই দেশে তে সুখ হইলো আল্লাহ
আবার কোথায় আবার কোথায় যাই না জানি

আমি বা কর কে বা আমার
প্রাপ্ত বস্তু ঠিক নেই আমার
আমি বা কর কে বা আমার
প্রাপ্ত বস্তু ঠিক নেই আমার
ওই দিক মেঘে ঘোর অন্ধকার
উদয় হয়না উদয় হয়না তৃণমণি
এই দেশে তে সুখ হইলো আল্লাহ
আবার কোথায় আবার কোথায় যাই না জানি

কার দোষ দেবো এই ভুবনে
হীন হয়েছি ভজন বীণে
কার দোষ দেবো এই ভুবনে
হীন হয়েছি ভজন বীণে
লালন বলে কত দিনে
পাবো সাই এর চরণ দুখানি
এই দেশে তে সুখ হইলো আল্লাহ
আবার কোথায় আবার কোথায় যাই না জানি

আমি পেয়েছি এক ভাঙা তরী
আমি পেয়েছি এক ভাঙা তরী
পেয়েছি এক ভাঙা তরী
জনম গেলো জনম গেলো সেচতে পানি
এই দেশে তে সুখ হইলো
আবার কোথায় আবার কোথায় যাই না জানি
এই দেশে তে সুখ হইলো
আবার কোথায় আবার কোথায় আবার কোথায় যাই না জানি

No comments:

Post a Comment