Sob Loke Koy Lalon Ki Jaat- Lalon - Gitmala

Breaking

ADS

Thursday, November 26, 2020

Sob Loke Koy Lalon Ki Jaat- Lalon


 

সব লোকে কয় লালন কী জাত সংসারে
সব লোকে কয় লালন কী জাত সংসারে
লালন বলে জাতের কী রূপ...
লালন বলে জাতের কী রূপ দেখলাম না এই নজরে

সব লোকে কয় লালন কী জাত সংসারে
সব লোকে কয় লালন কী জাত সংসারে

কেউ মালা, কেউ তাসবীহ গলে
তাইতো রে জাত ভিন্ন বলে
কেউ মালা, কেউ তাসবীহ গলে
তাইতো রে জাত ভিন্ন বলে
কেউ মালা, কেউ তাসবীহ গলে
তাইতো রে জাত ভিন্ন বলে
যাওয়া কিংবা আসার বেলায়...
যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কারে

সব লোকে কয় লালন কী জাত সংসারে
সব লোকে কয় লালন কী জাত সংসারে

জগত বেড়ে জাতির কথা
লোকে গল্প করে যথা তথা
জগত বেড়ে জাতির কথা
গল্প করে যথা তথা
জগত বেড়ে জাতির কথা
গল্প করে যথা তথা
লালন বলে জাতির খৎনা...
লালন বলে জাতির খৎনা ডুবিয়েছে সাত বাজারে

সব লোকে কয় লালন কী জাত সংসারে
সব লোকে কয় লালন কী জাত সংসারে

No comments:

Post a Comment