Somoy gele- Lalon Band - Gitmala

Breaking

ADS

Thursday, November 26, 2020

Somoy gele- Lalon Band


 

তুমি দিন থাকতে দ্বীনের সাধন
কেন করলে না
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
জানো না মন খালে বিলে
থাকে না মিল জল শুকালে
জানো না মন খালে বিলে
থাকে না মিল জল শুকালে
কি হবে আর বাঁধা দিলে
শুকনা মোহনা
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
অমাবস্যায় পূর্নিমা হয়
মহা জোগ সে দিনের উদয়
অমাবস্যায় পূর্নিমা হয়
মহা জোগ সে দিনের উদয়
লালন বলে তাহার সময়
দ্বন্দ রয় না
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
সময় গেলে
সময় গেলে
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
তুমি দিন থাকিতে

No comments:

Post a Comment