Sona Diya Bandayachi Ghor - Gitmala

Breaking

ADS

Saturday, November 28, 2020

Sona Diya Bandayachi Ghor



সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
মন রে ঘুণে করলো জড়ো জড়
আমি কি করে বাস করিব এই ঘরে রে
হায়রে তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায়রে তুই সে আমার মন

তিন তক্তার নৌকা খানি
মনরে গাঙে গাঙে চুয়ায় পানি
আমি কি করে সেঁচিবো নৌকার পানিরে
হায়রে তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায়রে তুই সে আমার মন

আসি রাইতে ভবের মাঝারে
মনরে স্বপ্ন দেইখা রইলি ভুলে
আমার এই স্বপন
কি মিথ্যা হইতে পারে রে
হায়রে তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায়রে তুই সে আমার মন

No comments:

Post a Comment