Shua Chan Pakhi- Bari Siddiqi - Gitmala

Breaking

ADS

Saturday, November 28, 2020

Shua Chan Pakhi- Bari Siddiqi




 

শুয়াচান পাখি আমার
শুয়াচান পাখি
আমি ডাকিতাছি তুমি
ঘুমাইছ নাকি||

তুমি আমি জনম ভরা ছিলাম
মাখামাখি ||
আজ কেন হইলি নিরব
মেলো দুটি অখিরে পাখি
আমি ডাকি তুমি ঘুমাইছ
নাকি

বুলবুলি আর তোতা ময়না
কত নামে ডাকি তরে, কত
নামে ডাকি
শিকল কেটে চলে গেলে
কারে লয়া থাকিরে পাখি,
আমি ডাকি তুমি ঘুমাইছ
নাকি

তোমার আমার এই পিরিতি
চন্দ্র সুর্য সাক্ষী||
হঠাৎ করে চলে গেলে
বুঝলামনা চালাকিরে
পাখি

No comments:

Post a Comment