Rat Pohale Pakhi Bole - Lalon - Gitmala

Breaking

ADS

Saturday, November 28, 2020

Rat Pohale Pakhi Bole - Lalon


 

গুরু গো গুরু গো
আমি গুরু কার্য মাথায় রেখে
দাদারে, কি করি আর কোথায় যাই
রাত পোহালে পাখি বলে দে রে খাই দে রে খাই
আমি গুরু কার্য মাথায় রেখে
দাদারে, কি করি আর কোথায় যাই
রাত পোহালে পাখি বলে দে রে খাই দে রে খাই

এমন পাখি কে বা পোষে
খেতে চায় সাগর শুষে
তারে কি দিয়ে জোগাই।।

আমার বুদ্ধি গেল সাধও গেল
নাম হল রে পেটুক সাঁই।।
রাত পোহালে পাখি বলে দে রে খাই দে রে খাই

আমি বলি, আত্মারাম, মুখেতে লও আল্লার নাম
তুমি যাতে মুক্তি পাও
আরে কথায় কেমন হয়না রতন
খাবো খাবো খাবো রব সবাই
রাত পোহালে পাখি বলে দে রে খাই দে রে খাই

আমি হলাম লাল পড়া
পাখি আমার বেয়াড়া
সবর বুঝি নাই, তার সবর বুঝি নাই
ফকির লালন বলে পেট ভরিলে
কিসের আর গুরু-গোসাই.

No comments:

Post a Comment