Chatok Bache - Lalon - Gitmala

Breaking

ADS

Saturday, November 28, 2020

Chatok Bache - Lalon


 

তুমি হে নওব জলধর
চাতকিনী 'লো এবার।
নামের ফলে সুফল এবার
রেখ ভুবনে
মেঘের বরিষণ বিনে

চাতক বাঁচে কেমনে
মেঘের বরিষণ বিনে
চাতক বাঁচে কেমনে
মেঘের বরিষণ বিনে

তুমি দাতার শিরোমণি
আমি চাতক অভাগিনী
তুমি দাতার শিরোমণি
আমি চাতক অভাগিনী
তোমা বিনে আর না জানি
রেখ চরণে
মেঘের বরিষণ বিনে

চাতক 'লে যাবে জানা
চাতক 'লে যাবে জানা
নামের গৌরব রবে না
জল দিয়ে করো সান্ত্বনা
অবোধ লালনে
মেঘের বরিষণ বিনে

চাতক বাঁচে কেমনে
মেঘের বরিষণ বিনে
চাতক বাঁচে কেমনে
মেঘের বরিষণ বিনে
চাতক বাঁচে কেমনে
মেঘের বরিষণ বিনে
চাতক বাঁচে কেমনে
মেঘের বরিষণ বিনে
চাতক বাঁচে কেমনে
মেঘের বরিষণ বিনে

No comments:

Post a Comment