Purano Sei Diner Kotha- Robindronath Thakur - Gitmala

Breaking

ADS

Saturday, November 28, 2020

Purano Sei Diner Kotha- Robindronath Thakur


 

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়
সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়
সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়
আয়, আরেকটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়

মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়
হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়
আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়
সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়
আয়, আরেকটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়
সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়
সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়

No comments:

Post a Comment