Jodi Thake Nosibe - Gitmala

Breaking

ADS

Saturday, November 28, 2020

Jodi Thake Nosibe


 

যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে
যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে
জোর করে মন হরণ করো না, করে ছলনা
এই যে ভীষণ যন্ত্রণা

যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে
যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে
জোর করে মন হরণ করো না, করে ছলনা
এই যে ভীষণ যন্ত্রণা

আপন মন হয় যদি মনের মতন
মনে মন করে আকর্ষণ
সেই মনে আর ঘুণে ধরে না, রে মন ধরে না
সেই মনে আর ঘুণে ধরে না

ভালো লাগলে ভালবেসে
কাছে বসে মুচকি হাসে
তাড়াইয়া দিলেও সরে না, রে মন সরে না
এই যে ভীষণ যন্ত্রণা

বেহায়ামনা শামসেল হকে
আশার মশাল জ্বেলে বুকে
অন্ত্রে যন্ত্রে করে সাধনা, রে মন মিলে না
অন্ত্রে যন্ত্রে করে সাধনা

মনচোরা হালিম চান
নিদয়া নিষ্ঠুর পাষাণ
আঁখি জলে মন টলে না, রে তার টলে না
এই যে ভীষণ যন্ত্রণা

যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে
জোর করে মন হরণ করো না, করে ছলনা
এই যে ভীষণ যন্ত্রণা

বেহায়া মনটা লইয়া
আমি তোমারে ভালোবাসিয়া
আজ আমার ঘটিল জঞ্জাল

No comments:

Post a Comment