Hrid Majare - Lalon - Gitmala

Breaking

ADS

Saturday, November 28, 2020

Hrid Majare - Lalon


 

ছেড়ে দিলে সোনার গৌর
আমি আর তো পাব না না না না
ছেড়ে দেব না
এই হৃদ মাঝারে রাখিবো, ছেড়ে দেবো না
ছেড়ে দিলে সোনার গৌর
আর তো পাব না
ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাব না
না না
ছেড়ে দেব না
এই হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না
আমি বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না
আমি যাব ব্রজের কূলে কূলে
মাখবো ব্রজের পদধূলি ()
আমি রাধার নামে পাগল থাকবো মগ্ন ()
না না না ছেড়ে দেবো না
এই হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না
আমি বক্ষমাঝে রাখবো ছেড়ে দেবোনা
ভুবন মোহন গোরা, এই কোটী জনার মনহরা()
নয়নে নয়ন দিয়ে আর ফিরবো না
আমি নয়নে নয়ন দিয়ে আর ফিরবো না না না না
ছেড়ে দেবো না
এই হৃদমাঝারে রাখবো ছেড়ে দেব না
আমি বক্ষমাঝে রাখবো ছেড়ে দেবো না
জিতেন্দ্র দাসের ভাবনা
এই স্বাধীন মানবজনা, আর হবেনা ()
ওই ভজলে হরি বংশীধারী নির্দয় হবে না()
না না না ছেড়ে দেবো না
এই হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না
আমি বক্ষমাঝে রাখবো ছেড়ে দেবো না
ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাব না()
না না না ছেড়ে দেবো না
এই হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না
আমি বক্ষমাঝে রাখবো ছেড়ে দেবো না
এই হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না
প্রাণ গৌর আমার
গৌর আমার

No comments:

Post a Comment