Allah Bolo Monre Pakhi - Lalon - Gitmala

Breaking

ADS

Saturday, November 28, 2020

Allah Bolo Monre Pakhi - Lalon


 

আল্লাহ বলো মন রে পাখী।

ভবে কেউ কারো নয় দুঃখের দুখী।।

ভুলো না রে ভব ভ্রান্ত কাজে
আখেরে এসব কান্ড মিছে।
মন রে আসতে একা যেতে একা
ভব পিরিতের ফল আছে কি।।

হওয়া বন্ধ হলে সুবাদ কিছুই নাই
বাড়ির বাহির করেন সবাই।
মন তোর কেবা আপন পর কে তখন
দেখে শুনে খেদে ঝরে আঁখি।।

গোরের কিনারে যখন লয়ে যায়
কাঁদিয়ে সবাই প্রাণ ত্যাজতে চায়।
ফকির লালন বলে,
কারো গোরে কেউ না যায়
থাকতে হয় একাকি।।

No comments:

Post a Comment