Ei Bela Tor Ghorer Khobor - Lalon - Gitmala

Breaking

ADS

Saturday, November 28, 2020

Ei Bela Tor Ghorer Khobor - Lalon


 এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন ।

কেবা জাগে কেবা ঘুমায় কে কারে দেখায় স্বপন ।।

শব্দের ঘরে কে বারাম দেয়

নি:শব্দে কে আছে সদাই

যেদিন হবে মহাপ্রলয়

কে কার করে দমন ।।

দেহের গুরু আছে কেবা

শিষ্য হয়ে কে দেয় সেবা

যেদিনে তাই জানতে পাবা

কোলের ঘোর যাবে তখন ।।

যে ঘরামি ঘর বেঁধেছে

কোনখানে সে বসে আছে

সিরাজ সাঁই কয় তাই না খুঁজে

দিন তো বয়ে যায় লালন ।

No comments:

Post a Comment