Dekhna Mon Jhak Marie Duniadari- Lalon - Gitmala

Breaking

ADS

Thursday, November 26, 2020

Dekhna Mon Jhak Marie Duniadari- Lalon

 

দেখনা মন ঝাক মারিয়েই দুনিয়াদারি
পড়িয়ে কগ্নি ধজা
পড়িয়ে ককনি ধজা মজা উড়ালো ফকিরি
দেখনা মন ঝাক মারিয়েই দুনিয়াদারি
বড় আসার বাসা ঘর
পড়ে রবে কথা রে তা ঠিক নাই তারই
পিছে পিছে ঘুরছে সমন
কোনদিন হাতে দেবে দড়ি
ওরে মন কোনদিন হাতে দেবে দড়ি
দেখনা মন ঝাক মারিয়েই দুনিয়াদারি
দরদের ভাই বন্ধু জনা
মরলে সঙ্গে কেউ যাবে না মন তোমারি
খালি হাতে একা পথে
বিদায় করে দেবে তরী
ওরে মন বিদায় করে দেবে তরী
দেখ না মন ঝাক মারিয়েই দুনিয়াদারি
যা কর তাই কর রে মন
পিছের কথা রেখো স্মরণ বরাবরই
দরবেশ সিরাজ সাই কয় শোনরে লালন
সিরাজ সাই কয় শোনরে লালন
হোস নে কারো ইন্তেজারী
ওরে মন হোস নে কারো ইন্তেরারী
দেখনা মন ঝাক মারিয়েই দুনিয়াদারি
পড়িয়ে ককনি ধজা মজা উড়ালো ফকিরি
দেখনা মন ঝাক মারিয়েই দুনিয়াদারি

No comments:

Post a Comment