Ami Opar hoye - Lalon - Gitmala

Breaking

ADS

Thursday, November 26, 2020

Ami Opar hoye - Lalon

 

আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে

আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে

আমি তোমা বিনে
আমি তোমা বিনে
ঘোর সংকটে না দেখি উপায়||
পারে লয়ে যাও আমায়...

আমি অপার হয়ে বসে আছি
আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পারে লয়ে যাও আমায়।

নাই আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন
নাই আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন

নাম শুনেছি পতিত পাবন
নাম শুনেছি পতিত পাবন
তাইতে দেই দোহাই ||
পারে লয়ে যাও আমায়...

অগতির না দিলে গতি
ওই নামে রবে অখ্যাতি
অগতির না দিলে গতি
ওই নামে রবে অখ্যাতি

ফকির লালন বলে
ফকির লালন কয়
অকুলের পতি কে বলবে তোমায়
পারে লয়ে যাও আমায়...!

আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পারে লয়ে যাও আমায়।

পারে লয়ে যাও আমায়।
পারে লয়ে যাও আমায়।

No comments:

Post a Comment