Boro Sonkote Poriya Doyal - Lalon - Gitmala

Breaking

ADS

Saturday, November 28, 2020

Boro Sonkote Poriya Doyal - Lalon


 

বড় সংকটে পড়িয়া দয়াল
বারে বার ডাকি তোমায়
ক্ষম ক্ষম অপরাধ
দাসের পানে একবার চাওব্রে দয়াময়
ক্ষম ক্ষম অপরাধ
ক্ষম ক্ষম ক্ষম অপরাধ
(
তোমার ক্ষমতায় আমি
যা ইচ্ছে তাই কর তুমি)
রাখো মার সে নাম নামি
তোমার এই জগত
ক্ষম ক্ষম অপরাধ
ক্ষম ক্ষম ক্ষম অপরাধ
পাপী অধম তারই তে সাই
পতিত পবন নাম শুনতে পাই
 
সত্য মিথ্যা জানব হেতায়
তারা কিতে আজ আমায়
ক্ষম ক্ষম অপরাধ
ক্ষম ক্ষম ক্ষম অপরাধ
কশর পেয়ে মার যারে
আবার দয়া হয়গো তারে
লালন বলে সংসারে
আমি কি তোমার কেহই নয়
ক্ষম ক্ষম অপরাধ
বড় সংকটে পরিয়া দয়াল
বারে বার ডাকি তোমায়
ক্ষম ক্ষম অপরাধ

No comments:

Post a Comment