Tin Pagoler Holo Mela- Lalon - Gitmala

Breaking

ADS

Saturday, November 28, 2020

Tin Pagoler Holo Mela- Lalon


 

তিন পাগলে হলো মেলা নদে এসে
ওরে, তিন পাগলে হলো মেলা নদে এসে
ওরে মন, নদে এসে
তোরা কেউ...
তোরা কেউ...
তোরা কেউ যাসনে পাগলের কাছে
তোরা কেউ যাসনে পাগলের কাছে

একটা পাগলামি করে
জাত দেয় সে অজাতেরে দৌড়ে যেয়ে
দৌড়ে যেয়ে, দৌড়ে যেয়ে
একটা পাগলামি করে
জাত দেয় সে অজাতেরে দৌড়ে যেয়ে
তার নাই জাতের বল, এমন পাগল কে দেখেছে?
তার নাই জাতের বল, এমন পাগল কে দেখেছে?
ওরে মন, কে দেখেছে?
তোরা কেউ...
তোরা কেউ...
তোরা কেউ যাসনে পাগলের কাছে
তোরা কেউ যাসনে পাগলের কাছে

একটা নারকোলের মালা
তাতে জল তোলা ফেলা করঙ্গ সে
করঙ্গ সে, করঙ্গ সে
একটা নারকোলের মালা
তাতে জল তোলা ফেলা করঙ্গ সে
আবার হরি বলে পড়ছে ঢলে ধুলার মাঝে
আবার হরি বলে পড়ছে ঢলে ধুলার মাঝে
ওরে মন, ধুলার মাঝে
তোরা কেউ...
তোরা কেউ...
তোরা কেউ যাসনে পাগলের কাছে
তোরা কেউ যাসনে পাগলের কাছে

পাগলের নামটি এমন
বলিতে ফকির লালন হয় তরাসে
হয় তরাসে, হয় তরাসে
পাগলের নামটি এমন
বলিতে ফকির লালন হয় তরাসে
সে চৈতে নিতে অদ্যে পাগল নাম ধরেছে
সে চৈতে নিতে অদ্যে পাগল নাম ধরেছে
ওরে মন, নাম ধরেছে
তোরা কেউ...
তোরা কেউ...
তোরা কেউ যাসনে পাগলের কাছে
তোরা কেউ যাসনে পাগলের কাছে

তিন পাগলে হলো মেলা নদে এসে
ওরে, তিন পাগলে হলো মেলা নদে এসে
ওরে মন, নদে এসে
তোরা কেউ...
তোরা কেউ...
তোরা কেউ যাসনে পাগলের কাছে
তোরা কেউ যাসনে পাগলের কাছে
তোরা কেউ যাসনে পাগলের কাছে

No comments:

Post a Comment