Mon Amar Deho Ghori- Fakir Alamgir - Gitmala

Breaking

ADS

Saturday, November 28, 2020

Mon Amar Deho Ghori- Fakir Alamgir


 

ঘড়ি দেখতে যদি হয় বাসনা
চইলা যাও গুরুর কাছে
যে ঘড়ি তৈয়ার করে ভাই
লুকায় ঘড়ির ভিতরে ভাই
লুকায় ঘড়ির ভিতরে
মেকার যদি হইতাম আমি
ঘড়ির জুয়েল পাল্টাই তাম
মেকার যদি হইতাম আমি
ঘড়ির জুয়েল পাল্টাই তাম
জ্ঞান নয়ন খুলিয়া যাইত
দেখতে পাইতাম চোখের সামনে

মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে
মন আমার দেহ ঘড়ি

একখান চাবি মাইরা
একখান চাবি মাইরা
দিছে ছাইড়া
চাবি মাইরা
দিছে ছাইড়া
জনম ভইরা চলতে আছে
মন আমার দেহ ঘড়ি
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
"মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে
মন আমার দেহ ঘড়ি
মাটির একখান কেস বানাইয়া
মেশিন দিছে তার ভিতর
রং বেরংয়ের বার্নিশ করা
দেখতে ঘড়ি কি সুন্দর
দেখতে ঘড়ি কি সুন্দর
মাটির একখান কেস বানাইয়া
মেশিন দিছে তার ভিতর
রং বেরংয়ের বার্নিশ করা
দেখতে ঘড়ি কি সুন্দর
দেখতে ঘড়ি কি সুন্দর
দেহঘড়ি চৌদ্দতলা
তার ভিতরে দশটি নালা
দেহঘড়ি চৌদ্দতলা
তার ভিতরে দশটি নালা

No comments:

Post a Comment