Kon fule puja debo- James - Gitmala

Breaking

ADS

Wednesday, November 18, 2020

Kon fule puja debo- James


 

আমি কোন ফুলে দেবো পুজো তোমায়

ভেবে পাইনা

কোন ফুলে দেবো পুজো তোমায়

কোন ফুল যে তোমার পাশে শোভা লাগে না না

আমি কোন ফুলে দেবো পুজো তোমায়

ভেবে পাইনা

কোন ফুল যে তোমার পাশে শোভা লাগে না না

আমি কোন ফুলে তোমায় দেবো পুজো

তোমার অধর অধিক লাল

তোমার পায়ের আলতার পাশে

জবা শোভা পায় না না

আমি কোন ফুলে দেবো পুজো তোমায়

ভেবে পাইনা

কোন ফুল যে তোমার পাশে শোভা লাগে না না

আমি কোন ফুলে দেবো পুজো তোমায়

তোমার দেহ করলো হরণ

কাঁচা হলুদ রঙ গায়ের পাশে

গাঁদা মনে ধরে না না

আমি কোন ফুলে দেবো পুজো তোমায়

ভেবে পাইনা

কোন ফুলে দেবো পুজো তোমায়

ভেবে পাইনা

কোন ফুল যে তোমার পাশে শোভা লাগে না না

আমি কোন ফুলে দেবো পুজো তোমায়

ভেবে পাইনা

কোন ফুল যে তোমার পাশে শোভা লাগে না না

আমি কোন ফুলে দেবো পুজো তোমায়

No comments:

Post a Comment