আমি কোন ফুলে দেবো পুজো তোমায়
ভেবে পাইনা
কোন ফুলে দেবো পুজো তোমায়
কোন ফুল যে তোমার পাশে শোভা লাগে না না
আমি কোন ফুলে দেবো পুজো তোমায়
ভেবে পাইনা
কোন ফুল যে তোমার পাশে শোভা লাগে না না
আমি কোন ফুলে তোমায় দেবো পুজো
তোমার অধর অধিক লাল
তোমার পায়ের আলতার পাশে
জবা শোভা পায় না না
আমি কোন ফুলে দেবো পুজো তোমায়
ভেবে পাইনা
কোন ফুল যে তোমার পাশে শোভা লাগে না না
আমি কোন ফুলে দেবো পুজো তোমায়
তোমার দেহ করলো হরণ
কাঁচা হলুদ রঙ গায়ের পাশে
গাঁদা মনে ধরে না না
আমি কোন ফুলে দেবো পুজো তোমায়
ভেবে পাইনা
কোন ফুলে দেবো পুজো তোমায়
ভেবে পাইনা
কোন ফুল যে তোমার পাশে শোভা লাগে না না
আমি কোন ফুলে দেবো পুজো তোমায়
ভেবে পাইনা
কোন ফুল যে তোমার পাশে শোভা লাগে না না
আমি কোন ফুলে দেবো পুজো তোমায়
No comments:
Post a Comment