আপন পিয়াসী- Kazi Nazrul Islam - Gitmala

Breaking

ADS

Friday, November 13, 2020

আপন পিয়াসী- Kazi Nazrul Islam

                           


                    

    আমার আপনার চেয়ে আপন যে জন 
      খুঁজি তারে আমি আপনার
    আমি শুনি যেন তার চরণের ধ্বনি 
      আমারি তিয়াসী বাসনায়।। 
   
আমারই মনের তৃষিত আকাশে 
কাঁদে সে চাতক আকুল পিয়াসে
কভু সে চকোর সুধা-চোর আসে 
নিশীথে স্বপনে জোছনায়।। 
 
আমার মনের পিয়াল তমালে হেরি তারে স্নেহ-মেঘ-শ্যাম
অশনি-আলোকে হেরি তারে থির-বিজুলি-উজল অভিরাম।। 
    আমারই রচিত কাননে বসিয়া 
    পরানু পিয়ারে মালিকা রচিয়া
    সে মালা সহসা দেখিনু জাগিয়া
     আপনারি গলে দোলে হায়। 

No comments:

Post a Comment