ব্যথা নিশীথ- Kazi Nazrul Islam - Gitmala

Breaking

ADS

Friday, November 13, 2020

ব্যথা নিশীথ- Kazi Nazrul Islam

   এই নীরব নিশীথ রাতে 
শুধু জল আসে আঁখিপাতে। 
   কেন  কি কথা স্মরণে রাজে
   বুকে কার হতাদর বাজে
   কোন্ক্রন্দন হিয়া-মাঝে 
   ওঠে গুমরিব্যর্থতাতে 
        আর  জল ভরে আঁখি-পাতে।। 
   মম বর্থ জীবন-বেদনা 
   এই  নিশীথে লুকাতে নারি
   তাই  গোপনে একাকী শয়নে 
   শুধু নয়নে উথলে বারি। 
   ছিল সেদিনো এমনি নিশা
   বুকে জেগেছিল শত তৃষা 
   তারি ব্যর্থ নিশাস মিশা 
   ওই শিথিল শেফালিকাতে 
   আর পূরবীতে বেদনাতে।

 

No comments:

Post a Comment