Ek Din Matir Bethere - Tharundas Baul, Niranjandas Baul - Gitmala

Breaking

ADS

Wednesday, November 18, 2020

Ek Din Matir Bethere - Tharundas Baul, Niranjandas Baul


 

একদিন মাটির ভিতরে
হবে ঘর রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
প্রান পাখি ওরে যাবে
পিঞ্জর ছেড়ে
ধরা ধামে সবি রবে
তুমি যাবে চলে
বন্ধু বান্ধব যত
মাতা পিতা তারা সুত
সকলি হবে পর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
দেহ তোমর চর্মচর
গলে পচে যাবে
শিরার ওপর শিরা গুলি
ছিন্ন ভিন্ন হবে
মন্ডু মেরুদন্ড
সবি হবে খন্ড খন্ড
পরে রবে মাটিরো ওপর
রে মন আমার
কেন বান্ধদালান ঘর
রুপেরি গৌরবে
সাজিয়াছ সাজ
সোন দানা কতা কি আর
রাজকিয় পোশাক
যেদিন প্রন চালে যাবে
সবি পরে রবে
গায়ে দিবে মার কিনুথন
রে মন আমমার
কেন বান্ধ দালান ঘর

No comments:

Post a Comment