Depression- Tazul Islam | Samz Vai - Gitmala

Breaking

ADS

Saturday, November 28, 2020

Depression- Tazul Islam | Samz Vai


 

কালোয় ভরা আঁধার

সেই তুমি নেই আমার,

হয়েছে হাত বদল।

ভেতর ঘরটা নেই ভালো

হয়েছে দেখো ধূসর কালো,

নিকোটিন করেছে দখল।

 

তুমি আজ আয়না দেখে

চোখেতে কাজল মেখে,

মন রাখো কার মনে? ..

ভেবেছো কি একবারও

যে তোমার পাগল ছিল

রেখেছো তাকে ডিপ্রেশনে,

রেখেছো তাকে ডিপ্রেশনে।।

 

কাটিয়েছি একা বসন্ত

পেরিয়েছে কত হেমন্ত,

এই আমি তুমি হীনা।

তোমার জন্য আজও মনে

ভালোবাসা আছে জমা,

আমার জন্য তোমার ঘৃণা।

 

তুমি আজ আয়না দেখে

চোখেতে কাজল মেখে,

মন রাখো কার মনে?

ভেবেছো কি একবারও

যে তোমার পাগল ছিল

রেখেছো তাকে ডিপ্রেশনে,

রেখেছো তাকে ডিপ্রেশনে,

রেখেছো তাকে ডিপ্রেশনে।।

No comments:

Post a Comment