Boro Loker Beti Lo -Swapna Chakraborty - Gitmala

Breaking

ADS

Wednesday, November 18, 2020

Boro Loker Beti Lo -Swapna Chakraborty


 

বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল
এমন মাথায় বেঁধে দেবো লাল গেন্দা ফুল,
বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল,
এমন মাথা বেঁধে দেবো লাল গেন্দা ফুল,
এমন মাথা বেঁধে দুবো লাল গেন্দা ফুল।

দেখে ছিলাম শরানে ওরে শরানে
দেখে ছিলাম শরানে ওরে শরানে,
আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে
আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে,
বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল
এমন মাথা বেঁধে দুবো লাল গেন্দা ফুল।

ওরে লাল ধুলোর শরানে ওরে শরানে,
লাল ধুলোর শরানে ওরে শরানে,
ভালোবাসা দাঁড়িন ছিল মাথার সিঁথেনে
ভালোবাসা দাঁড়িন ছিল মাথার সিঁথেনে,
বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল
এমন মাথা বেঁধে দুবো লাল গেন্দা ফুল।

ওরে যা কেনে কোথা যাবি ওরে যাবি
যা কেনে কোথা যাবি ওরে যাবি,
দু'দিন পরে আমার ছাড়া আর কার বা হবি
দু'দিন পরে আমার ছাড়া আর কার বা হবি,
বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল
এমন মাথা বেঁধে দুবো লাল গেন্দা ফুল।

No comments:

Post a Comment