জলের কোলে কার ছায়া চেনা চেনা লাগে
বন্ধু আমার স্নান করেছে খানিক সময় আগে
এই জলের ডেউ সেঁওলা পাতা কেমন তোরা রে
বন্ধু কখন চলে গেল খবর দিলি নে-৩
জলের কোলে কার ছায়া চেনা চেনা লাগে
বন্ধু আমার স্নান করেছে খানিক সময় আগে
এই জলের ডেউ সেঁওলা পাতা কেমন তোরা রে
বন্ধু কখন চলে গেল খবর দিলি নে-৩
আমি সারাটা দিন
জলেই থাকি সিপ্টি হাতে
বন্ধু
আমার কখন যেন নেমে আসে জলে
আমি সারাটা দিন
জলেই থাকি
বন্ধু
আমার কখন যেন নেমে আসে জলে
এই জলের ডেউ সেঁওলা পাতা কেমন তোরা রে
বন্ধু কখন চলে গেল খবর দিলি নে-৩
আমি
ঘর ছেরেছি বাসি নাই আরে বাধি খেলা ঘর
তোর
কারণেই সেই ঘরেতে হলো না বাসর
আমি
ঘর ছেরেছি বাসি নাই আরে বাধি খেলা ঘর
তোর
কারণেই সেই ঘরেতে হলো না বাসর
এই জলের ডেউ সেঁওলা পাতা কেমন তোরা রে
বন্ধু কখন চলে গেল খবর দিলি নে-৩
জলের কোলে কার ছায়া চেনা চেনা লাগে
বন্ধু আমার স্নান করেছে খানিক সময় আগে
এই জলের ডেউ সেঁওলা পাতা কেমন তোরা রে
বন্ধু কখন চলে গেল খবর দিলি নে-৩
No comments:
Post a Comment