Bolbo Nago R Kono Din - Gitmala

Breaking

ADS

Saturday, November 28, 2020

Bolbo Nago R Kono Din


 

বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে।

বলে ছিলে গো, ভালবাসি গো
আজ কেন গো এমন হলো?
এমন হলো..

বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে।

ভালবাসাতে যদি হয় অপরাধ
তাই নিয়ে গো কেন প্রতিবাদ।
কেন প্রতিবাদ..

বলবোনা গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে।

ভালবাসাতে যে পেয়েছি আঘাত
সেই অনল গো দেহে জ্বলে বারো মাস।
বাউলের অন্তরে, বাউলের অন্তরে

বোলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে।

No comments:

Post a Comment