খোলো
খোলো,
হে
আকাশ,
স্তব্ধ
তব
নীল
যবনিকা
-
খুঁজে
নিতে
দাও
সেই
আনন্দের
হারানো
কণিকা।
কবে
সে
যে
এসেছিল
আমার
হৃদয়ে
যুগান্তরে
গোধূলিবেলার
পান্থ
জনশূন্য
এ
মোর
প্রান্তরে
লয়ে তার
ভীরু
দীপশিখা!
দিগন্তের
কোন্
পারে
চলে
গেল
আমার
ক্ষণিকা।
খোলো
খোলো,
হে
আকাশ,
স্তব্ধ
তব
নীল
যবনিকা
-
খুঁজে
নিতে
দাও
সেই
আনন্দের
হারানো
কণিকা।
কবে
সে
যে
এসেছিল
আমার
হৃদয়ে
যুগান্তরে
গোধূলিবেলার
পান্থ
জনশূন্য
এ
মোর
প্রান্তরে
লয়ে তার
ভীরু
দীপশিখা!
দিগন্তের
কোন্
পারে
চলে
গেল
আমার
ক্ষণিকা।
About Abdul Aziz Sakil
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
No comments:
Post a Comment