ক্ষণিকা - রবীন্দ্রনাথ ঠাকুর - Gitmala

Breaking

ADS

Sunday, November 22, 2020

ক্ষণিকা - রবীন্দ্রনাথ ঠাকুর

 



খোলো খোলো, হে আকাশ, স্তব্ধ তব নীল যবনিকা -
খুঁজে নিতে দাও সেই আনন্দের হারানো কণিকা।
কবে সে যে এসেছিল আমার হৃদয়ে যুগান্তরে
গোধূলিবেলার পান্থ জনশূন্য মোর প্রান্তরে
    
লয়ে তার ভীরু দীপশিখা!
দিগন্তের কোন্ পারে চলে গেল আমার ক্ষণিকা।


No comments:

Post a Comment