তোমার কথা ভেবে - রফিক আজাদ - Gitmala

Breaking

ADS

Wednesday, November 18, 2020

তোমার কথা ভেবে - রফিক আজাদ


 

তোমার কথা ভেবে রক্তে ঢেউ ওঠে

তোমাকে সর্বদা ভাবতে ভালো লাগে,

আমার পথজুড়ে তোমারই আনাগোনা

তোমাকে মনে এলে রক্তে আজও ওঠে

তুমুল তোলপাড় হূদয়ে সর্বদা

হলো না পাশাপাশি বিপুল পথ-হাঁটা,

এমন কথা ছিল চলব দুজনেই

জীবন-জোড়া পথ যে-পথ দিকহীন

মিশেছে সম্মুখে আলোর গহ্বরে।

No comments:

Post a Comment