Binimoy - Gitmala

Breaking

ADS

Saturday, November 28, 2020

Binimoy


 

বিনিময়ে কিছুই তো চাইনি

ভালোবাসা তোমার পায়ে ফেলে,

অবহেলা বুঝি এমনই হয়

উপহার আমার মন জুড়ে।

 

এভাবে আমাকে না কাঁদালেও পারতে

ফিরিয়ে দিতে শুরুতে।।

 

আমার আকাশ তোমার মেঘে

বৃষ্টি বুকের জমিনে লেপে,

মেঘ সরিয়ে দাও চিনিয়ে

মুক্তি আমায় বর্ষা  থেকে।

 

ভালোবাসা নাইবা পারো দিতে

দাও ভুলে যাওয়ার অধিকার,

ভালোবাসা নাইবা পারো দিতে

দাও ভুলে যাওয়ার অধিকার,

এই তোমার কাছে শেষ মিনতি আমার

এই তোমার কাছে শেষ মিনতি আমার

 

বিনিময়ে কিছুই তো চাইনি

ভালোবাসা তোমার পায়ে ফেলে,

অবহেলা বুঝি এমনই হয়

উপহার আমার মন জুড়ে।

এভাবে আমাকে না কাঁদালেও পারতে

ফিরিয়ে দিতে শুরুতে

No comments:

Post a Comment