Mone Tai Tomar Kheyal-Miftah Zaman - Gitmala

Breaking

ADS

Thursday, November 26, 2020

Mone Tai Tomar Kheyal-Miftah Zaman

 

এই ঠুনকো জীবনে তুমি কাচের দেয়াল
এক আধটু কারনে যদি হও বেসামাল
মনে তাই তোমার খেয়াল
মনে তাই তোমার খেয়াল।
আমি কোন মুখোশ পড়িনি
আমি কিছু আড়াল করি নি
আমি শুধু ভালোবেসেছি
প্রেমের বাজি ধরিনি।
আজ স্বপ্ন বাঁধনে আমি তোমার হলাম
ঘুম স্বপ্ন যাপনে দিন রাত্রি সাজালাম
মনে হয় তোমায় পেলাম
মনে হয় তোমায় পেলাম।
আমি কোন মুখোশ পড়িনি
আমি কিছু আড়াল করি নি
আমি শুধু ভালোবেসেছি
প্রেমের বাজি ধরিনি।
আমি কোন মুখোশ পড়িনি
আমি কিছু আড়াল করি নি
আমি শুধু ভালোবেসেছি
প্রেমের বাজি ধরিনি।
হয়তো তাঁরার দেশে,
হয়তো মেঘের শেষে,
আলো জ্বলে আলো নেভে,
তোমার কথা ভেবে
মনে তাই তোমার খেয়াল
মনে তাই তোমার খেয়াল।
আমি কোন মুখোশ পড়িনি
আমি কিছু আড়াল করি নি
আমি শুধু ভালোবেসেছি
প্রেমের বাজি ধরিনি।
এই ঠুনকো জীবনে তুমি কাচের দেয়াল
এক আধটু কারনে যদি হও বেসামাল
মনে তাই তোমার খেয়াল
মনে তাই তোমার খেয়াল।
আমি কোন মুখোশ পড়িনি
আমি কিছু আড়াল করি নি
আমি শুধু ভালোবেসেছি
প্রেমের বাজি ধরিনি।
আমি কোন মুখোশ পড়িনি
আমি কিছু আড়াল করি নি
আমি শুধু ভালোবেসেছি
প্রেমের বাজি ধরিনি।

No comments:

Post a Comment